এই ঘটনায় নদীতে ঝাঁপ দেওয়ার পর থেকে নিখোঁজ রয়েছেন আরও একজন
চট্টগ্রামের কর্ণফুলীতে একটি তেলের ট্যাংকারে বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় নদীতে ঝাঁপ দেওয়ার পর থেকে নিখোঁজ রয়েছেন আরও একজন। বুধবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৫ টার দিকে চরপথারঘাটা এলাকার ২ নম্বর ওয়ার্ডের কর্ণফুলী নদীর দক্ষিণ তীরে সি মহাসাগর নামের একটি ট্যাংকারে এই ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ জিসান পটিয়া উপজেলার গরিল্লারটেক এলাকার জসিম উদ্দিনের ছেলে। তিনি ট্যাংকারে লস্কর হিসেবে কাজ করছিলেন। নিখোঁজ ব্যক্তির নাম নজরুল ইসলাম সাদ্দাম। তিনি পটিয়া উপজেলার চরলক্ষ্যা এলাকার আব্দুল হাসেমের ছেলে। বিস্ফোরণের সময় তিনি জাহাজ মেরামতের কাজ করছিলেন।
সদরঘাট নৌ থানার উপ-পরিদর্শক আবুল কালাম বলেন, “বুধবার বিকেল ৫ টায় প্রধান ট্যাংক থেকে গ্যাস সংযোগ দিয়ে জাহাজের এক অংশে মেরামতের কাজ চলছিল। এ সময় গ্যাসের ট্যাংক বিস্ফোরিত হলে নজরুল ইসলাম সাদ্দাম নদীতে ঝাঁপ দেন। তাকে এখনো পাওয়া যায়নি। এ ছাড়া বিস্ফোরণে দগ্ধ একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তিনি মারা যান।”
তিনি আরও বলেন, “ঘটনার পরপরই মালিক জাহাজটিকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেন। রাতে বিষয়টি জানার পর আমরা ঘটনাস্থলে গিয়ে কিছুই পাইনি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।”
সিএমসিএইচ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক নুরুল আলম আশেক জানান, বুধবার সন্ধ্যা ৪ টা ৪৫ মিনিটের দিকে জিসান নামের একজনকে হাসপাতালে আনা হলে ডাক্তার তাকে বার্ন ইউনিটে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় রাত 8 টার দিকে তিনি মারা যান।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।
মতামত দিন