ভিডিওটিতে দেখা যাচ্ছে, রাস্তাতে জাল ফেলতেই রীতিমতো লাফাতে লাফাতে সেই জালে এসে ধরা দিচ্ছে মাছগুলো!
বৃষ্টি হলে রাস্তায় এক হাঁটু পানি জমে যাওয়ার অভিজ্ঞতা তো নতুন নয়। তবে কর্দমাক্ত নয়, এক হাঁটু স্বচ্ছ-টলটলে পানি, তার ভেতর আবার মাছ। হাজার হোক মাছে-ভাতে বাঙালি তো। এরকম মুহূর্তে কী আর হাত গুটিয়ে বসে থাকা সম্ভব? একেবারেই না। ফলশ্রুতিতে ১৫ কেজির কাতলা মতো মাছ ধরে রীতিমতো ভাইরাল হয়ে গেছেন কলকাতার নিউটাউন এলাকার বাসিন্দা পিউ ও তার পরিবার।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার এক প্রতিবেদনে জানিয়েছে, মঙ্গলবার (২১ সেপ্টম্বর) রাতে রাতের খাবার কিনতে বৃষ্টির মধ্যে বাজারে যাচ্ছিলেন পিউ আর তার ভাই। হঠাৎ খেয়াল করলেন পানিতে মাছ ভেসে বেড়াচ্ছে। দুই ভাই-বোন মিলে মাছ ধরতে গিয়ে বুঝতে পারেন, একটি কিংবা দুটি নয় প্রচুর মাছ রয়েছে পানির নিচে। আর যায় কই। বাসায় ফোন করে জাল আনতে বলা। এরপর সারা রাত ধরে সেই মাছ ধরা। এভাবেই প্রায় ১৫ কেজি কাতলা মাছ ধরার দৃশ্য নেটে দিতেই ভাইরাল হয়ে তা ছড়িয়ে পড়ে।
ভিডিওটিতে দেখা যাচ্ছে, জাল ফেলতেই রীতিমতো লাফাতে লাফাতে সেই জালে এসে ধরা দিচ্ছে ছোট-বড় বিভিন্ন সাইজের সব মাছ।
এভাবে মাছ ধরতে পেরে খুব আনন্দ পেয়েছেন বলে জানিয়েছেন মাছ ধরার ভিডিও শেয়ার করে ভাইরাল হয়ে যাওয়া সেই পিউ। পরদিন সকালে পুরো পাড়ায় মাছগুলো বিলি করা হয় বলেও জানান তিনি।
মতামত দিন