চাঞ্চল্যকর স্কুল শিক্ষক কাজী তাসফিন হোসেন তয়ন (৩২) হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামী মো. জাকিরকে গ্রেপ্তার করেছে দৌলতপুর থানা পুলিশ
খুলনা মহানগরের খালিশপুর থানার চাঞ্চল্যকর স্কুল শিক্ষক কাজী তাসফিন হোসেন তয়ন (৩২) হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামী মো. জাকিরকে গ্রেপ্তার করেছে দৌলতপুর থানা পুলিশ। সে তয়ন হত্যা মামলার এজাহারভুক্ত ৪ নম্বর পলাতক আসামী।
বুধবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ঢাকার গাজীপুরের জয়দেবপুর চাপেলিয়া এলাকা থেকে মো. জাকিরকে গ্রেপ্তার করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা এস আই মিজানুর রহমান জানান, গাজীপুর সদর থানা পুলিশের সহযোগিতায় ৬ সদস্যর একটি টিম বুধবার বিকেল ৪টায় জয়দেবপুর চাপেলিয়া এলাকায় অভিযান চালায়। এ সময় একটি ভাড়া বাসা থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী মো. জাকিরকে গ্রেপ্তার করা হয়।
তদন্ত কর্মকর্তা বলেন, জাকির শুরু থেকেই পলাতক ছিলেন। গত এক মাস যাবত মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে অবস্থান নিশ্চিত করে তাকে গ্রেপ্তার করা হয়। সে ওই এলাকায় আত্মগোপনে থেকে ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করছিল।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ তয়ন হত্যা মামলায় খুলনার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. নজরুল ইসলাম হাওলাদার ৫ আসামীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছিলেন। পাশাপাশি প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
কাজী তাসফিন হোসেন তয়ন ২০১৮ সালের ২৮ আগস্ট বিকেলে নিখোঁজ হলে তার বাবা কাজী ফেরদৌস হোসেন তোতা ওই বছর ৮ সেপ্টেম্বর খালিশপুর থানায় মামলা দায়ের করেন। ওই মামলার পর খালিশপুর থানা পুলিশ মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে সন্দেহজনক আসামি সাইফুল ইসলাম গাজীকে গ্রেপ্তার করে। পুলিশের জিজ্ঞাসাবাদে সাইফুল স্বীকার করেন, তিনিসহ তার সহযোগীরা ২৮ আগস্ট রাত ৯ থেকে সাড়ে ৯টার মধ্যে তয়নকে হত্যা করে মরদেহ বয়রা পুলিশ লাইনের পশ্চিম পাশের মোস্তফা কামালের ডোবা জমির উত্তর পাশের কচুরিপানা ও হোগলা বনের মধ্যে চাপা দিয়ে রেখেছেন। সাইফুলের দেখানো মতে ওই ডোবা থেকে পিলার ও বাঁশের সঙ্গে বাঁধা অবস্থায় তয়নের মরদেহ উদ্ধার করে পুলিশ।
মতামত দিন