নওগাঁ-রাজশাহী মহাসড়কের সাবাইহাট সংলগ্ন শ্রীরামপুর নামক স্থানে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়
নওগাঁর মান্দা উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কের সাবাইহাট সংলগ্ন শ্রীরামপুর নামক স্থানে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক শামীম আহমেদ (২৪) ও মোটরসাইকেল চালক সানারুল ইসলাম(২৮) নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকালে নওগাঁ-রাজশাহী মহাসড়কের সাবাইহাট শ্রীরামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত পিকআপ চালক শামীম রাজশাহী মহানগরীর শাহমুখদুম থানার আব্দুস সালামের ছেলে এবং মোটরসাইকেল চালক সানারুল জেলার নিয়ামতপুর উপজেলার সাবইল গ্রামের তায়েজ উদ্দিনের ছেলে। নিহতদের মরদেহ উদ্ধার করে নওগাঁ মর্গে প্রেরণ করেছে পুলিশ।
মান্দা থানার অফিসার ইনচার্জ শাহিনুর রহমান জানান, বৃহস্পতিবার সকালে মালটা বোঝাই একটি পিকআপ (ছোট ট্রাক) রাজশাহী থেকে নওগাঁর দিকে আসছিলো। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ চালক ও মোটরসাইকেল আরোহী নিহত হন।
মতামত দিন