বুধবার দিবাগত রাত ২টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় টিকাগুলো
চীনের সিনোফার্মের আরও ৫০ লাখ ডোজ টিকা দেশে এসেছে।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, বুধবার (২২ সেপ্টেম্বর) রাত ২টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় টিকার ডোজগুলো।
এসময় স্বাস্থ্য অধিদপ্তরের প্রধান স্বাস্থ্য বিষয়ক সমন্বয়ক ডা. আবু জাহের বিমানবন্দর থেকে টিকাগুলো গ্রহণ করেন।
মতামত দিন