আহত পর্যটকের মধ্যে ৬ মাসের অন্তঃসত্ত্বা একজন নারীও রয়েছেন
রাঙামাটির সাজেকে পর্যটকবাহী একটি মাইক্রোবাস খাদে পড়ে ১২ জন পর্যটক আহত হয়েছেন। সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
বুধবার (২২ সেপ্টেম্বর) বিকালে সাজেক থেকে খাগড়াছড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাঘাইছড়ির সাজেক রুইলুই পাড়া থেকে ফেরার পথে হাউজপাড়ার ডাবু আদাম এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস পাহাড়ের ১০০ ফুট নিচে গভীর খাদে পড়ে যায়। সংবাদ পেয়ে সেনাবাহিনীর একটি দল তাদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠায়।
আরও পড়ুন- কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে নারী পর্যটক আহত
আহতদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর। তারা হচ্ছেন রাইসুল ইসলাম (২৮), খাদিজা বেগম (৩৫), মোছাম্মদ দুলালী (৩২)। আহত পর্যটকের মধ্যে ৬ মাসের অন্তঃসত্ত্বা একজন নারীও রয়েছেন। তারা সবাই রাজশাহী শহরের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
মতামত দিন