পুলিশ জানিয়েছে, রিমান্ডে তাদের থেকে কিছু চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেলেও তদন্তের স্বার্থে তা এই মুহূর্তে প্রকাশ করা সম্ভব হচ্ছে না
পিরোজপুরে গ্রাহকদের টাকা আত্মসাৎ ও প্রতারণার মামলায় বিতর্কিত মাল্টিপারপাস কোম্পানি এহসান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুফতি মাওলানা রাগীব আহসান ও তার তিন ভাই মাওলানা আবুল বাশার, মো. খাইরুল ইসলাম ও মুফতি মাহমুদুল হাসানকে সাত দিনের রিমান্ড শেষে জেল হাজতে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) পিরোজপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে আসামিদের হাজির করা হলে বিচারক ইকবাল মাসুদ তাদেরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
রাগীব, আবুল বাশার, খাইরুল ও মাহমুদুলের বিরুদ্ধে করা পাঁচটি প্রতারণা মামলার চারটি তদন্ত করবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এবং একটি তদন্ত করবে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্ল্যা আজাদ হোসেন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন- এহসানের রাগিব ও সহোদরদের বিরুদ্ধে আরও চার প্রতারণা মামলা
পুলিশ সদর দপ্তরের নির্দেশে মামলাগুলোর তদন্তভার সিআইডি ও পিবিআইকে দেওয়া হয়েছে।
একটি মামলার তদন্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলায় রাগীব আহসান ও তার ভাইদের আদালতের নির্দেশে সাত দিনের জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার আবার আদালতে তোলা হয়। রিমান্ডে আসামিদের থেকে কিছু চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেলেও তদন্তের স্বার্থে তা এই মুহূর্তে প্রকাশ করা সম্ভব হচ্ছে না।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.জ.মো: মাসুদুজ্জামান মিলু বলেন, সদর উপজেলার মূলগ্রাম রায়েরকাঠী এলাকার বাসিন্দা স্কুলশিক্ষক হারুনার রশিদ বাদী হয়ে এই চার ভাইয়ের বিরুদ্ধে ৯১ কোটি ১৫ লাখ ৯৩৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে প্রথম পিরোজপুর সদর থানায় একটি মামলা করেন।
আরও পড়ুন- এহসান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও তার তিন ভাই ৭ দিনের রিমান্ডে
পরে পিরোজপুর সদর উপজেলার কুমারখালী এলাকার মো. হেমায়েত উদ্দিন বাদী হয়ে সদর থানায় ২ কোটি ৫৭ লাখ ৪০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেন। একই দিনে সদর উপজেলার শিকারপুর এলাকার মো. আব্দুল মালেক বাদী হয়ে ২ লাখ ৭৫ হাজার ২০০ টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেন। এরপর মঠবাড়িয়া উপজেলার তুষখালী এলাকার মো. মনির বাদী হয়ে ৩ লাখ ৩৯ হাজার ২০০ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে মামলা দায়ের করেন। এছাড়া, একই উপজেলার ছোটশৌলা গ্রামের আবুল হোসেন বাদী হয়ে ১৭ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেন।
পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্ল্যা আজাদ হোসেন জানান, গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর একটি বাসা থেকে মাওলানা রাগীব আহসান ও তার ভাই আবুল বাশারকে গ্রেপ্তার করে র্যাব। অন্য দুই ভাই মাহমুদুল ও খাইরুলকে পিরোজপুরের খলিশাখালীর বাড়ি থেকে গ্রেপ্তার করে পিরোজপুর পুলিশ।
মতামত দিন