মঙ্গলবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এ মানববন্ধনে অংশ নেন তারা
ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনের মুক্তি চেয়ে আদালত প্রাঙ্গণে মানববন্ধন করেছেন ক্রেতাদের একটি অংশ।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকালে এ মানববন্ধনে অংশ নেন তারা। অনলাইন পোর্টাল বাংলা ট্রিবিউনের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে চলা এ মানববন্ধনটিতে রাসেলের মুক্তি ছাড়া তাদের পণ্য ও টাকা মিলবে না বলে জানান গ্রাহকরা। এসময় তারা রাসেলকে সময় দিয়েছেন, অথচ আদালত কেন দিচ্ছেন না, এ নিয়ে প্রশ্ন তোলেন।
১৬ সেপ্টেম্বর গুলশান থানায় অর্থ আত্মসাতের অভিযোগে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও তার স্ত্রী শামীমার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সেই মামলার প্রেক্ষিতে সেদিনই তাদের মোহাম্মদপুরের বাসায় অভিযান চালায় র্যাব। পরে তাদের গ্রেপ্তার করা হয়। পরে গত ১৭ সেপ্টেম্বর বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলামের আদালত গুলশান থানায় দায়ের করা ওই মামলায় আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পরে ১৮ সেপ্টেম্বর রাতে কামরুল ইসলাম নামে আরেক ব্যক্তি ধানমন্ডি থানায় মামলা দায়ের করেন।
ওই মামলার এজাহারে কামরুল ইসলাম জানান, তিনি মেট্রো কভারেজ, স্মার্ট ফুড অ্যান্ড বেভারেজ, ফ্রিডম এক্সপোর্ট ইম্পোর্ট বিডি ও ফিউচার আইটি নামে প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা পরিচালক। তিনি ইভ্যালির সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে গ্রাহকদের মোট ৩৫ লাখ ৮৫ হাজার টাকার পণ্য সরবরাহ করেছেন। পণ্য সরবরাহের বিপরীতে ইভ্যালি তাদের একটি চেক দিলেও সেই একাউন্টে কোনো টাকা ছিল না। এ ঘটনায় চলতি বছরের ১২ জানুয়ারি তারা ইভ্যালির বিরুদ্ধে ধানমন্ডি থানায় একটি জিডিও (নং ৭০৬) দায়ের করেন। তবু ইভ্যালি তাদের অর্থ পরিশোধ করেনি।
মতামত দিন