অভিযুক্ত যুবক ২০১৫ সালে তার ফেসবুক আইডি থেকে অসম্মানজনক ও আপত্তিকর ছবি প্রকাশ করেন
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ছবি বিকৃতির দায়ে রাজশাহী বিভাগীয় সাইবার ট্রাইব্যুনাল এক যুবককে ৭ বছর কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে তাকে এক লাখ টাকার অর্থদণ্ডও দেওয়া হয়েছে।
সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুরে বিচারক মো. জিয়াউর রহমান এ রায় দেন। আসামি আকতার হোসেনের বাড়ি নাটোরের সিংড়া উপজেলার রানীনগর শেরকোল গ্রামে।
রাজশাহী বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট ইসমত বেগম জানান, ২০১৫ সালের ২ সেপ্টেম্বর আকতার হোসেন তার ফেসবুক আইডি থেকে স্বেচ্ছায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ছবি অসম্মানজনক ও আপত্তিকরভাবে ইলেকট্রনিক মাধ্যমে প্রচার ও প্রকাশ করে। যা সাক্ষী আল মামুন তার ফেসবুক আইডিতে ২ সেপ্টেম্বর রাত ৯টায় দেখতে পান।
এ ঘটনায় একই এলাকার মকলেছুর রহমান বাদী হয়ে ২০১৫ সালের ৩ সেপ্টেম্বর তথ্য প্রযুক্তি অপরাধ আইনে সিংড়া মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
পুলিশ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন-২০০৬ এর ৫৭ ধারায় মামলাটির চার্জশিট দেয়। পরবর্তীতে রাজশাহীর নবগঠিত বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালে বিচারের জন্য নথিভুক্ত হয়। মামলায় ৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আকতার হোসেনকে সাত বছরে সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকার অর্থদণ্ড ও অনাদায়ে আরও তিন মাস বিনাশ্রম কারাদণ্ড দেন সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. জিয়াউর রহমান।
মতামত দিন