প্রধানমন্ত্রীর পক্ষে মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস এই চেক হস্তান্তর করেন
আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা “হিন্দু কল্যাণ ট্রাস্টকে” তিন কোটি টাকার আর্থিক অনুদান দিয়েছেন।
সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুরে প্রধানমন্ত্রীর পক্ষে মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস এই চেক হস্তান্তর করেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে হিন্দু কল্যাণ ট্রাস্টের সচিব ডা. দিলীপ কুমার ঘোষ তিন কোটি টাকার এ চেক গ্রহণ করেন।
সনাতন ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।
মতামত দিন