ইতোমধ্যে শিক্ষার্থীদের কাছে প্রদানকৃত সংশোধিত সিলেবাসের ওপর এসএসসি ও এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে
এ বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) এবং এর সমতুল্য পরীক্ষা নভেম্বরে এবং উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) এবং এর সমমানের পরীক্ষা ডিসেম্বরের প্রথম সপ্তাহে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
রবিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, শীঘ্রই চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে।
এদিকে, ডিএসএইচই এর মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মো. গোলাম ফারুক জানান, তিনি প্রস্তাবিত পরীক্ষার তারিখ সম্পর্কে কিছু জানেন না। এ প্রসঙ্গে তিনি বলেন, "এখন পর্যন্ত আমরা কোনো পরীক্ষার তারিখ প্রস্তাব করিনি।"
এর আগে শিক্ষামন্ত্রী ড. দীপু মনিও এসএসসি এবং এইচএসসি পরীক্ষা যথাক্রমে নভেম্বর এবং ডিসেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা জানিয়ে বলেছিলেন, সংশোধিত সিলেবাসে্র উপর এসএসসি ও এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে শিক্ষার্থীদের কাছে সংশোধিত সিলেবাস প্রদান করা হয়েছে।
দেড় বছর বন্ধ থাকার পর গত ১২ সেপ্টেম্বর দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম শুরু হওয়ার পর ২০২০-২১ শিক্ষাবর্ষের এসএসসি-এইচএসসি ও সমমানের পরীক্ষার্থী নিয়মিতভাবে ক্লাসে যোগ দিতে শুরু করেছে।
প্রতি বছরের এসএসসি পরীক্ষা সাধারণত ফেব্রুয়ারিতে এবং এইচএসসি পরীক্ষা প্রতি বছর এপ্রিল মাসে অনুষ্ঠিত হতো। গত বছর এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হলেও করোনাভাইরাস মহামারির কারণে এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছিল। জেএসসি এবং এসএসসির ফলাফলের ওপর ভিত্তি করে/গড় করে এইচএসসির ফলাফল প্রকাশিত হয়েছিল।
মতামত দিন