রাজশাহী জেলায় শনাক্তের হার ৩.১৯%
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে কোভিড পজিটিভ ছিল ২ জন এবং বাকি ৫ জন এ ভাইরাসের উপসর্গ নিয়ে মারা যায়।
এ তথ্যটি নিশ্চিত করে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম জানান, মারা যাওয়া ৭ জনের মধ্যে রাজশাহীর ৩ জন, নওগাঁর ২ জন ও নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের একজন।
ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের কোভিড ইউনিটে ১৮ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে মোট ভর্তি আছেন ১২৪ জন।
গত রবিবার রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে ২১৯টি নমুনা পরীক্ষা করে ৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এ জেলায় শনাক্তের হার ৩.১৯%।
মতামত দিন