স্বজনদের উপস্থিতিতে নিহতের স্ত্রী লাশ শনাক্ত করলে নিহতের পরিবারের হাতে লাশ হস্তান্তর করে পুলিশ
নিখোঁজের ২৫ দিন পর গত মাসের শেষ দিকে ফরিদপুর শহরের সিন্ডবি ঘাট এলাকায় পদ্মা নদীতে নৌকাডুবিতে নিখোঁজ হওয়া আরেক শিক্ষক আলমগীর হোসেনের লাশ উদ্ধার করা হয়েছে। ঢাকা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন ফরিদপুরের জেলা পুলিশ সুপার মো. আলীমুজ্জামান।
রবিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় শরিয়তপুরের জাজিরা থানার নৌপুলিশ পদ্মা সেতুর ৫ নম্বর পিলার নিকটবর্তী মাঝির চর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
বিকেলে জাজিরা থানায় এসে আলমগীর হোসেনের স্ত্রী জোবাইদা ইয়াসমিন জেবা স্বজনদের উপস্থিতিতে আলমগীরের মরদেহ শনাক্ত করেন। পরে পরিবারের হাতে লাশ হস্তান্তর করে জাজিরা থানা পুলিশ।
আরও পড়ুন- পদ্মায় ভ্রমণে গিয়ে ট্রলারডুবি, দুই স্কুলশিক্ষক নিখোঁজ
আলমগীর হোসেনের পরিবার জানিয়েছে, রাত ১১ টায় শহরতলীর খলিল মন্ডলের হাটের চর মাধবদিয়া ইউনাইটেড হাইস্কুল মাঠে অনুষ্ঠেয় জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৫ আগস্ট ফরিদপুরের কয়েকটি স্কুলের ১৫ জন শিক্ষক পদ্মা নদীতে নৌকা ভ্রমণে গেলে মর্মান্তিক নৌকাডুবির শিকার হয়ে ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আলমগীর হোসেন ও সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ের আজমল হোসেন নিখোঁজ হন। নিখোঁজের ৭ দিন পর গত ১ সেপ্টেম্বর জাজিরার পদ্মা সেতুর ৩৩ নং পিলারের কাছে শিক্ষক আজমল হোসেনের লাশ পাওয়া যায়।
মতামত দিন