রবিবার দুপুরের দিকে স্থানীয়রা নিহতের বাড়িতে গলা, মুখের বিভিন্ন জায়গা ও পুরুষাঙ্গ কাটা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন
ভোলার লালমোহন উপজেলায় স্বামীর বিশেষ অঙ্গ ও গলাকেটে হত্যার অভিযোগে নিহতের স্ত্রী নুরুন নাহার কে আটক করেছে পুলিশ। ঢাকা ট্রিবিউটকে বিষয়টি নিশ্চিত করেছেন লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ।
রবিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে মো. আব্দুল মান্নান বেপারী (৪০) নামে ওই কাঠ ব্যবসায়ীর গলা ও পুরুষাঙ্গ কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে দুই সন্তানকে নিয়ে নূর নাহার বেগম পলাতক ছিলেন।
এ ঘটনায় রবিবার রাতে লালমোহন থানায় প্রেস ব্রিফিং করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবুল কালাম আজাদ।
তিনি বলেন, “উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের মৃত নজির আহাম্মদের ছেলে মান্নান বেপারিকে (৪০) রবিবার সকাল ৬টার দিকে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় দা দিয়ে কুপিয়ে হত্যা করেন নুরুন নাহার। পরে নিজের ছোট দুই সন্তান নিয়ে পালিয়ে যান তিনি। পরে সন্ধ্যা ৭ টার দিকে ধলীগৌরনগর বালিরটেক এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।”
স্থানীয় সূত্রে জানা যায়, স্ত্রী নুর নাহারের সঙ্গে আব্দুল মান্নানের পারিবারিক কলহ চলছিল। রবিবার দুপুরের দিকে স্থানীয়রা নিহতের বাড়িতে গলা, মুখের বিভিন্ন জায়গা ও পুরুষাঙ্গ কাটা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। কখন এ হত্যাকাণ্ড হয়েছে সে বিষয়ে কেউ কিছু বলতে পারেননি। পুলিশ এসে মরদেহ উদ্ধার থানায় নিয়ে যায়।
ওসি মো. মাকসুদুর রহমান বলেন, “স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠিয়েছি। নিহতের গলা, মুখের বিভিন্ন অংশ ও পুরুষাঙ্গ কাটা ছিলো। ধারণা করা যাচ্ছে ধারালো কোনো অস্ত্র দিয়ে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।”
তিনি আরও বলেন, “সন্তানদের নিয়ে নিহতের স্ত্রী পলাতক থাকায় ধারণা করা হচ্ছে, এ হত্যাকাণ্ডে তিনি জড়িত থাকতে পারেন। আমরা তাকে খোঁজার চেষ্টা করছি এবং এ বিষয়ে তদন্ত চলছে। আশা করি দ্রুত এ হত্যাকাণ্ডের রহস্য বেরিয়ে আসবে।”
মতামত দিন