পলাশের কাছ থেকে একটি একনালা বন্দুক ও দুটি গুলি উদ্ধার করা হয়েছে
পিরোজপুর গোয়েন্দা পুলিশের একটি দল পিরোজপুর সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চালিতাখালী এলাকা থেকে আন্তঃজেলা ডাকাত সর্দার পলাশ সিকদারকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার পলাশ সিকদার একই এলাকার আফজাল সিকদারের ছেলে।
শনিবার (১৮ সেপ্টেম্বর) পিরোজপুর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন জসীম বিষয়টি নিশ্চিত করেছেন।
দেলোয়ার হোসেন জসীম জানান, পলাশের কাছ থেকে একটি একনালা বন্দুক ও দুটি গুলি উদ্ধার করা হয়েছে। পলাশের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
মতামত দিন