এ ঘটনায় কোনো সন্দেহভাজনের নাম বলতে পারেননি নিহতের স্বজনরা
চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের আহাম্মদ নগর ছোটপোদ্দার বাড়িতে এই ঘটনা ঘটে।
নিহত নওরোজ আফরিন প্রিয়া (২১) ওই এলাকার প্রবাসী ইসমাইল হোসেনের একমাত্র মেয়ে ও কুমিল্লার হৃদয় চৌধুরীর স্ত্রী। অহনা নামে তার দুই বছরের এক মেয়ে রয়েছে।
নিহতের মা রুমি আক্তার বলেন, ‘‘প্রিয়ার মেয়ে অহনা অসুস্থ। রাতে তার জন্য ওষুধ আনতে পাশের বাড়িতে স্থানীয় এক গ্রাম্য চিকিৎসকের কাছে গিয়েছিলাম। সেখান থেকে ফিরে এসে দেখি আমার মেয়ে নেই। পুরো রুমে রক্ত আর রক্ত। পড়ে আছে তার নিথর দেহটা।’’
তিনি বলেন, ‘‘কে বা কারা এঘটনা ঘটিয়েছে তা আমার জানা নেই। এত বড় শত্রু আছে বলে জানি না।’’
নিহতের ভাই পরশ বলেন, “ওই সময় আমি বাসায় ছিলাম না। কী হয়েছে আমি জানি না। আপুকে কুমিল্লায় বিয়ে দেওয়া হয়েছে। সম্প্রতি দুলাভাই হৃদয় চৌধুরী আমাদের এখানে পাঁচ দিন বেড়ানোর পর আপুকে রেখে কুমিল্লায় চলে যান।”
এ বিষয়ে শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মান্নান বলেন, “প্রিয়াকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। আমরা ঘটনাস্থলে আছি, তদন্ত চলছে। এই মুহূর্তে বেশি কিছু বলা যাচ্ছে না।”
মতামত দিন