প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে তার একান্ত সচিব আবুল কাশেম মোহাম্মদ মাজহারুল ইসলামও রয়েছেন
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা সাতদিনের সফরে রাশিয়া গেছেন। এ সময়ে তিনি দেশটির জাতীয় সংসদের নিম্নকক্ষের নির্বাচন পর্যবেক্ষণ করবেন।
বহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকালে তিনি দেশটির উদ্দেশে ঢাকা ছাড়েন সিইসি।
প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে তার একান্ত সচিব আবুল কাশেম মোহাম্মদ মাজহারুল ইসলামও রয়েছেন বলে নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে।
রাশিয়ায় অবস্থানকালে ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর দেশটির জাতীয় সংসদ রাশিয়ান ফেডারেল অ্যাসেম্বলির নিম্নকক্ষ “স্টেট দুমা” এর ভোট পর্যবেক্ষণ করবেন সিইসি। স্টেট দুমা নির্বাচনে কম্পিউটার নিয়ন্ত্রিত সিস্টেমে (অপটিক্যাল স্ক্যান ভোটিং মেশিন) ভোট হয়। ১৯৯৫ সালে প্রথম নিম্নকক্ষের নির্বাচনে এ যন্ত্রে ভোট নেওয়া হয়। ১৯৯৬ সালে রাষ্ট্রপতি নির্বাচনেও এ যন্ত্র ব্যবহার করা হয়েছিল। ২০১৮ সালের রাষ্ট্রপতি নির্বাচনেও ভোটিং মেশিন ব্যবহার করেছে রাশিয়া, তবে তা ৯ শতাংশ ভোট কেন্দ্রে।
মতামত দিন