স্বেচ্ছায় দ্বায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন বলে দাবি তাদের
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা যুবলীগের সহ-সভাপতি মানির হোসেন খান সোহেল ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিজান বিশ্বাসকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) পিরোজপুর জেলা যুবলীগের সভাপতি মো. আক্তারুজ্জামান ফুলু ও সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী স্বাক্ষরিত এক চিঠিতে এ কথা জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়, “পিরোজপুর জেলা যুবলীগের একটি জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, ৭ সেপ্টেম্বর আপনাদের প্রেরিত পত্রের আলোকে উক্ত পদ হতে আপনাদের অব্যাহতি প্রদান করা হল। উল্লেখ্য, এটি প্রতীয়মান হয় যে আপনারা দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত। ”
এ প্রসঙ্গে মানির হোসেন খান সোহেল বলেন, “গত ৭ সেপ্টেম্বর আমি দ্বায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছি। আমি কোনো দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত নই। ”
এ বিষয়ে মিজান বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “কী কারণে আমাকে অব্যাহতি দেওয়া হয়েছে তারাই ভালো জানেন। আমি তো তাদের কিছুই করিনি। ”
তিনি আরও বলেন, “আমিই অব্যাহতি নিয়েছি। আমি আর এলাকায় রাজনীতি করবো না।”
মতামত দিন