১৩ বছর ধরে স্থানীয় জনপ্রতিনিধিরা কেবল রাস্তাটি সংস্কারের আশ্বাসই দিয়ে গেছেন
দীর্ঘ ১৩ বছর আগে ঘূর্ণিঝড় সিডরে ক্ষতিগ্রস্ত হয়েছিল পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার কচা নদী সংলগ্ন পূর্ব চরবলেশ্বর গ্রামের এলজিইডি সড়ক।
জনপ্রতিনিধিরা আশ্বাস দিলেও ১৩ বছরেও হয়নি কোনো উন্নয়ন। সড়কটি দিয়ে পূর্ব চরবলেশ্বর গ্রামের অসংখ্য শিক্ষার্থীকে স্কুল, কলেজ, মাদরাসায় যেতে হয়। এছাড়া স্থানীয়রাও নিকটস্থ বালিপাড়া বাজারে যাওয়ার জন্য এই সড়কটি প্রতিনিয়ত ব্যবহার করেন।
স্থানীয়রা জানায়, প্রায় ১ কিলোমিটার দীর্ঘ সড়কটির বিভিন্ন স্থানে খানাখন্দ সৃষ্টি হওয়ায় জনসাধারণের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
স্বেচ্ছাসেবী সংগঠন এইচডিটির পরিচালক নাসির উদ্দিন হাওলাদার জানান, দুমাস আগে সড়কটির কিছু অংশ ইট বালু দিয়ে ব্যক্তিগত উদ্যোগে মেরামত করে দেওয়া হয়েছিল। কিন্তু কয়েকদিন আগে জোয়ারের পানিতে ভেঙে যায় সড়কটি।
এ বর্ষা মৌসুমে বেড়িবাঁধ ও খাল সংলগ্ন অন্য দুটি রাস্তা ভেঙে যায়। ফলে জোয়ারের পানি লোকালয়ে ঢুকে পূর্ব চরবলেশ্বর গ্রামের সড়কটিও ভেঙে যায় বলে জানান স্থানীয়রা।
এদিকে, সড়কটির বর্তমান এ দুরাবস্থার কারণে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ আরও বেড়েছে। তাই ভাঙা অংশ মেরামতসহ সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
স্থানীয় বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান হাওলাদার জানান, কয়েকদিন আগে জোয়ারের পানির চাপে সড়কটি ভেঙে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছে এলাকাবাসী।
স্থানীয় ইউপি সদস্য মো. ছগির হাওলাদার জানান, সড়কটি মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
উপজেলা চেয়ারম্যান এম মতিউর রহমান বলেন, সিডর, আইলা, আম্ফান, বুলবুল ও ইয়াসসহ বিভিন্ন সময়ের জলোচ্ছ্বাসে এই সড়কটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই সড়কটি যেন দ্রুত সংস্কার করা হয় সেজন্য স্থানীয় সংসদ সদস্য ও সংশ্লিস্ট দপ্তরে তালিকা পাঠানো হয়েছে।
মতামত দিন