কুমিল্লার বরুড়ায় নিখোঁজের পাঁচ দিন পর মিনাজ আক্তার নামে সাত বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ
কুমিল্লার বরুড়ায় নিখোঁজের পাঁচ দিন পর মিনাজ আক্তার নামে সাত বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। চিতড্ডা ইউনিয়নের ওড্ডা গ্রামের কাত্তিয়ার পাড় শহীদ মেম্বার বাড়িতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বরুড়া থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) বিশ্বজিৎ পাল।
বুধবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় বাড়ির পাশে খালের পাড় ঝোপের মধ্যে শিশুটির লাশ দেখতে পায় স্থানীয়রা।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, চান্দিনা উপজেলার এতবারপুর গ্রামের ফজলুর রহমানের মেয়ে মিনাজ আক্তার। পিতামাতার বিচ্ছেদের পর মা সুফিয়া বেগমের সাথে নানার বাড়ি বরুড়ায় থাকতো মিনাজ। গত শনিবার থেকে সে নিখোঁজ হয়। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। বুধবার সকালে তার লাশ দেখতে পেয়ে তাৎক্ষণিক ভাবে পুলিশকে খবর দেওয়া হয়।
বরুড়া থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) বিশ্বজিৎ পাল জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করা হবে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে। পাঁচ দিন আগে নিখোঁজ হলেও এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো নিখোঁজ ডাইরি করা হয়নি।
মতামত দিন