রাস্তায় অনেকগুলো স্পিডব্রেকার থাকায় ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয় বলে অভিযোগ করেছে ফায়ার সার্ভিস
ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই বাড়ির চারটি কক্ষ ও সেখানে থাকা সব মালামাল পুড়ে গেছে।
সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে আশুলিয়ার গোহাইলবাড়ি দক্ষিণপাড়া এলাকার ফজলুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে।
সাভার ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম স্থানীয়দের বরাত দিয়ে জানান, দুপুরে টিনশেড সেমিপাকা ওই বাড়ির একটি কক্ষ থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা। পরে তারা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়।
খবর পেয়ে সাভার ডিইপিজেড ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পৌনে এক ঘণ্টা সময় লাগে। ঘটনার সময় তালাবদ্ধ থাকায় ফায়ার সার্ভিস কর্মীরা ঘরে প্রবেশ করতে পারেনি। এতে ঘরে থাকা সব মালামাল পুড়ে যায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।
ক্ষোভ প্রকাশ করে ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা বলেন, জিরানী-আমতলা সড়কে অন্তত ২০টি স্পিড ব্রেকার রয়েছে। যার কারণে আমাদের ঘটনাস্থলে পৌঁছাতে ১৫-২০ মিনিট সময় বেশি লেগেছে। স্পিড ব্রেকারগুলো ঠিক মতো দিতেও পারেনি। ইচ্ছামতো উঁচু করে রেখেছে। এতে করে সাধারণ মানুষের হাঁটতেও সমস্যা হয়ে যায়।
মতামত দিন