জরিমানার পাশাপাশি তাদেরকে খাবার তৈরি, সংরক্ষণ এবং বিক্রির সময় স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বলা হয়েছে
স্বাস্থ্য সুরক্ষাবিধি অমান্য করার অপরাধে “ম্যাডশেফ”-এর অঙ্গপ্রতিষ্ঠান “পাগলা বাবুর্চি”-কে এক লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
সোমবার নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ম্যাজিস্ট্রেট উছেন মে নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত সোমবার (১৩ সেপ্টেম্বর) বনানী ১১ নম্বর রোডে অবস্থিত রেস্টুরেন্টে অভিযান চালিয়ে এ জরিমানা করেন।
খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষ জানায়, জরিমানার পাশাপাশি “পাগলা বাবুর্চি” কর্তৃপক্ষকে খাবার তৈরি, সংরক্ষণ এবং বিক্রির সময় স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বলা হয়েছে।
একই সঙ্গে গ্রাহকদের স্বাস্থ্যের ওপর যাতে কোনো ক্ষতিকর প্রভাব না পড়ে সেজন্য তাদেরকে সবসময় স্বচ্ছতা এবং পরিচ্ছন্নতা মেনে চলার জন্য বলা হয়েছে।
এ বছরই দেশে যাত্রা শুরু করে “পাগলা বাবুর্চি”।
অভিযানে ম্যাজিস্ট্রেটের সঙ্গে ছিলেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরিদর্শক মীর মাসুম। ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন আনসার সদস্যরা।
মতামত দিন