সোমবার (১৩ সেপ্টেম্বর) ভোরে রাজধানীর মগবাজারে নিজ বাসায় মারা যান তিনি
জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক মাসুদা এম রশিদ চৌধুরী (৭০) মারা গেছেন।
সোমবার (১৩ সেপ্টেম্বর) ভোরে রাজধানীর মগবাজারে নিজ বাসায় মারা যান তিনি।
জাতীয় পার্টির দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান মাসুদা রশিদ জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে দেশে-বিদেশে চিকিৎসা নিচ্ছিলেন মাসুদা রশিদ চৌধুরী। সর্বশেষ রাজধানীর বারডেম হাসপাতালে আইসিইউ ছিলেন তিনি।
মাসুদা রশীদ চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের।
শোকবার্তায় জিএম কাদের বলেন, “অধ্যাপিকা মাসুদা রশিদ একজন ভালো মানুষ ছিলেন। তিনি অত্যন্ত সৎ, আদর্শবান, বিনয়ী, সদালাপী নেত্রী ছিলেন। দীর্ঘদিন জাতীয় পার্টির বিভিন্ন পদে বলিষ্ঠ নেতৃত্বের অবদান রেখেছেন। তার মৃত্যুতে জাতীয় পার্টির অপূরণীয় ক্ষতি হলো; যা সহসা পূরণ হওয়ার নয়।”
মতামত দিন