‘সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে উপকূলের অনেক সমস্যার সমাধান সম্ভব’
উন্নয়নের ছোঁয়া সারাদেশের মতো উপকূলীয় এলাকায় লাগলেও টেকসই বেড়িবাঁধের অভাবে আগের মতোই ঝুঁকিপূর্ণ জীবনযাপন করছেন উপকূলীয় এলাকার লাখো মানুষ।
বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স-এর সহযোগিতায় রবিবার (১২ সেপ্টেম্বর) সাতক্ষীরা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এর আয়োজন করে “সাতক্ষীরা জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরাম”।
বক্তারা বলেন, বেড়িবাঁধ নির্মাণের জন্য বিশেষ বরাদ্দ রাখা ও বাঁধ রক্ষণাবেক্ষণে তহবিল গঠন করা দরকার। এজন্য জাতীয় বাজেটে বিভিন্ন মন্ত্রণালয়ের দেওয়া বরাদ্দের অর্থ সমম্বয় করে উপকূলীয় এলাকার জনপ্রতিনিধি ও জনগণকে সম্পৃক্ত করে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে।
লবণাক্ততার কারণে উপকূলে সুপেয় পানির সংকট নিরসণ এবং মৎস্য ও কৃষি উৎপাদন বাড়াতে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ করতে সরকারের কাছে আহ্বান জানান তারা।
এ সময় তারা হাওড় উন্নয়ন বোর্ডের ন্যায় “উপকূল উন্নয়ন বোর্ড গঠন” করারও দাবি জানান।
“সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে উপকূলের অনেক সমস্যার সমাধান সম্ভব” উল্লেখ করে সংবাদ সম্মেলনে গণমাধ্যম প্রতিনিধিরা বলেন, গুরুত্ব বিবেচনায় না নিয়ে ও যাচাই-বাছাই ছাড়াই অনেক প্রকল্প নেওয়া হয়। এতে সরকারি অর্থের অপচয় হয়। অথচ উপকূলের জনগুরুত্বপূর্ণ প্রকল্পগুলো পাসের অপেক্ষায় পড়ে থাকে। এই পরিস্থিতি থেকে উত্তরণে প্রধানমন্ত্রীর “কাউকে পেছনে ফেলে নয়, সকলকে সঙ্গে নিয়েই এগিয়ে যেতে হবে” কথাটিকে বাস্তবায়ন করতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় উপকূলের উন্নয়ন নিশ্চিত হবে।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলার জলবায়ু অধিপরামর্শ ফোরাম সভাপতি অধ্যাপক আবদুল হামিদ।
মতামত দিন