ভোমরা স্থলবন্দরের হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের ১১৫৯ শাখার শ্রমিকরা ভোটের মাধ্যমে সাধারণ নির্বাচনের দাবিতে বিক্ষোভ করেন
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ থামাতে ফাঁকা গুলি ছুড়েছে পুলিশ। এ সময় শ্রমিকরা আরও বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা ভোটের মাধ্যমে হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে অনড় রয়েছেন। গুলি ছুঁড়ার কথা অস্বীকার করেছে পুলিশ।
শনিবার (১১ জুলাই) দুপুরে ভোমরা স্থলবন্দরের হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের ১১৫৯ শাখার শ্রমিকরা ভোটের মাধ্যমে সাধারণ নির্বাচনের দাবিতে বিক্ষোভ করেন। এই দাবিতে তারা বন্দরে আমদানিকৃত ভারতীয় পণ্য খালাস করা বন্ধ করে দেন।
চলমান কমিটির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম জানান, বিষয়টি নিষ্পত্তির জন্য সিএন্ডএফ ভবনে তাদেরকে ডাকা হয়। সেখানে উপস্থিত থেকে নির্বাচন ছাড়াই দুটি মনগড়া কমিটির কাগজপত্রে তাদের জোর করে স্বাক্ষর করিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। এই দুই কমিটির একটির সভাপতি সম্পাদক আনারুল ইসলাম ও হাফিজুর রহমান। অন্যটির মো: রেজাউল ইসলাম ও হারুনার রশিদ। ভয়ভীতি দেখিয়ে জোর করে স্বাক্ষর নেওয়ার চেষ্টায় শ্রমিকরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন।
এ সময় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে পুলিশ তাদের তাড়া করে এক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। আতংকিত শ্রমিকরা তাদের অফিসের মধ্যে ঢুকে যান। এ নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছিল।
গুলির বিষয়ে জানতে চাইলে সদর থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, “ফাঁকা গুলি ছোড়ার কোনো ঘটনা ঘটেনি। শ্রমিকরা বিক্ষোভের সময় বিশৃঙ্খলা সৃষ্টি করে। পরে বিষয়টি নিয়ে আলোচনা চলছিল।”
মতামত দিন