তার কাছ থেকে দুইটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও দুইটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে
রাজশাহী নগরীতে দুইটি বিদেশি পিস্তলসহ এক অস্ত্রের কারবারিকে আটক করেছে পুলিশ। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাতে নগরীর কাশিয়াডাঙ্গা এলাকায় একটি যাত্রীবাহী বাস থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া বশির আহম্মেদ (২২) চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বগলাউড়ি (ডাক্তারপাড়া) গ্রামের মো. পাতু মন্ডলের ছেলে । তার কাছ থেকে দুইটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও দুইটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। এগুলো সীমান্তপথে ভারত থেকে এসেছে।
শনিবার (১১ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টায় নগরীর লক্ষ্মীপুরে ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে ডিবি পুলিশের উপকমিশনার আরেফিন জুয়েল জানান, বশির অস্ত্র নিয়ে বাসে চড়ে ঢাকা যাচ্ছিলেন। ওই বাসে তল্লাশি চালিয়েই তাকে অস্ত্রসহ আটক করা হয়। ধারণা করা হচ্ছে বশির জঙ্গিদের ব্যবহারের জন্য এসব অস্ত্র নিয়ে ঢাকা যাচ্ছিলেন। এ ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে বশির জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই তিনি অবৈধ অস্ত্রের কারবার করে আসছিলেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মতামত দিন