বর্জ্য ব্যবস্থাপনা সঠিকভাবে না হওয়ায় সাভারের চামড়া শিল্প নগরী বন্ধ রাখার সুপারিশ করে সংসদীয় কমিটি
সাভার ট্যানারি কমপ্লেক্স কেন বন্ধ করা হবে না- তা জানতে চেয়ে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনকে (বিসিক) চিঠি দিয়েছে পরিবেশ অধিদপ্তর।
বিসিকের চেয়্যারম্যান মো. মোস্তাক হাসানকে এ বিষয়ে আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়ার জন্য বলা হয়েছে।
দ্রুততার সাথে ট্যানারি কমপ্লেক্স বন্ধে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশ বাস্তবায়নের পদক্ষেপ নিয়েছে পরিবেশ মন্ত্রণালয়।
বর্জ্য ব্যবস্থাপনা সঠিকভাবে না হওয়ায় গত ২৩ আগস্ট পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সাভারের চামড়া শিল্প নগরী বন্ধ রাখার সুপারিশ করে।
ভবিষ্যতে আইনের ধারা অনুযায়ী কমপ্লেক্সটি পরিচালিত হলে পুনরায় চালু করার বিষয় বিবেচনা করা যেতে পারে বলে জানায় সংসদীয় কমিটি।
মতামত দিন