শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাত দশটার দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার ময়লার স্তুপ থেকে এক নবজাতকের (ছেলে) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) রশিদুল আলম।
তিনি বলেন, “শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাত দশটার দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।”
তিনি জানান, কেউ নবজাতকের মরদেহটি ফেলে রেখে যায়। পরে আশপাশের লোকজন তা দেখতে পেয়ে থানায় সংবাদ দেন। পরে মরদেহটি উদ্ধার করা হয়। তবে শিশুটির কোনো অভিভাবক পাওয়া যায়নি।
ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ বোঝা যাবে বলে জানান তিনি।
মতামত দিন