তিনি বাগেরহাট জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ছিলেন
বাগেরহাট জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রেদয়ান উল ইসলাম রিদু (৩৮) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে বাগেরহাট-রূপসা পুরাতন সড়কের কুলিয়া দাইড় নামক স্থানে এ ঘটনা ঘটেছে।
তিনি বাগেরহাট সদর উপজেলার বাদেকাড়াপাড়া এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম ঢাকা ট্রিবিউনকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার সকালে বাগেরহাট সদর উপজেলার যাগ্রাপুর বাজার থেকে মোটরসাইকেলে করে ফেরার পথে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, “নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। খাদে পড়ে থাকা ট্রাকটিও জব্দ করা হয়েছে।”
স্থানীয়রা জানান, রিদু একজন প্রতিভাবান ক্রিকেটার ছিলেন। একসময় ঢাকায় বাংলাদেশ বয়েজ ক্লাবের হয়ে ক্রিকেট খেলেছেন। অবসর নেওয়ার পর বাগেরহাটের দশানী ট্রাফিক মোড়ে একটি ডিপার্টমেন্টাল স্টোর পরিচালনা করতেন তিনি। সেই দোকানের পণ্য ক্রয় করে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তিনি।
বাগেরহাট জেলা ক্রিকেট দলের কোচ শংকর পাল শোক প্রকাশ করে বলেন, বাগেরহাট ক্রিকেটার্স ক্লাব ১ম বিভাগ ক্রিকেট লীগে অংশগ্রহণের মধ্য দিয়ে তার জেলা পর্যায়ের খেলায় ব্যাপক পরিচিতি হয়। পরে উন্মোচন ক্লাবে এবং সর্বশেষ ঢাকার পারটেক্স ক্লাবে ১ম বিভাগ ক্রিকেট লীগে রিদু খেলোয়াড় ছিল। তার স্ত্রী, এক কন্যা ও এক পুত্র সন্তান রয়েছে।
মতামত দিন