অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় চকলেটের লোভ দেখিয়ে তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে ঘাটাইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে।
মামলার বিবরণ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে শিশুটির মা তাকে বাড়িতে না পেয়ে ডাকাডাকি শুরু করেন। একপর্যায়ে পাশের বাড়িতে শিশুটির কান্নার শব্দ শুনতে পান। এ সময় তার মা ওই বাড়িতে গেলে শিশুটি কাঁদতে কাঁদতে এক প্রতিবেশীর থেকে বের হয়ে আসে। মা শিশুটিকে কান্নার কারণ জিজ্ঞাসা করলে সে জানায় তাকে চকলেটের লোভ দেখিয়ে ঘরে নিয়ে তার সঙ্গে খারাপ কাজ করেছে। এ সময় শিশুর মা ধর্ষণের আলামত দেখতে পায়। পরে শিশুটির মা ঘটনাটি তার স্বামীকে ঘটনাটি জানায়। পরে তার স্বামী বিষয়টি গ্রামবাসীকে অবগত করলে তারা উত্তেজিত হয়ে গণপিটুনি দিয়ে বেধে রাখে তাকে। এ সময় উপস্থিত গ্রামবাসীর কাছে সে শিশুটিকে ধর্ষণের কথা স্বীকার করে। খবর পেয়ে উপজেলার সাগরদিঘী তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। শিশুটিকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।
পরে শিশুটির বাবা বাদী হয়ে ঘাটাইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা দায়ের করেন।
স্থানীয় ইউপি সদস্য হাবিবুর রহমান খান বলেন, “অভিযুক্ত ব্যক্তি বিবাহিত এবং এক সন্তানের জনক। মাদকাসক্ত হওয়ার কারণে বছরখানেক আগে তার স্ত্রী সংসার ছেড়ে চলে গেছে। তার বাবা-মা ভাই সবাই ঢাকায় থেকে বিভিন্ন ধরনের কাজ করে। সে একাই বাড়িতে থাকত। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন।”
এ ব্যাপারে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার বলেন, “এ ঘটনায় থানায় মামলা হয়েছে। শুক্রবার শিশুটিকে পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার একমাত্র আসামিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।”
মতামত দিন