চীন থেকে বাণিজ্যিকভাবে ক্রয় করা টিকার চালান শনিবার ঢাকা পৌঁছাবে
চীনের সিনোফার্মের আরও ৫৪ লাখ ডোজ করোনাভাইরাসের টিকা শনিবার ভোরে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। এ তথ্য জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসে ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান।
শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ তথ্য জানান।
হুয়ালং ইয়ান বলেন, “চীন থেকে বাণিজ্যিকভাবে ক্রয় করা টিকার চালান শনিবার ঢাকা পৌঁছাবে।”
তিনি বলেন, “বাংলাদেশের কৌশলগত অংশীদার হিসেবে যখনই প্রয়োজন হবে চীন সর্বদা সবচেয়ে নির্ভরযোগ্য সরবরাহকারী হিসেবে পাশে থাকবে।”
এর আগে শুক্রবার (১০ সেপ্টেম্বর) মহাখালীর সরকারি তিতুমীর কলেজে ডেন্টাল ভর্তি পরীক্ষা পরিদর্শন করতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আগামী নভেম্বর পর্যন্ত প্রত্যেক মাসের প্রতি সপ্তাহে ৫০ লাখ করে টিকা আসবে। এর সঙ্গে কোভ্যাক্স সুবিধার আওতায় যেটা আসবে সেটাও যোগ হবে। কোভ্যাক্সে সাড়ে ১০ কোটি টিকার অর্ডার আমরা দিয়েছি।”
মতামত দিন