লাশ উদ্ধারের পর নিহতের পরিবার কোন মামলা করতে আগ্রহী না থাকায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় নিখোঁজ হওয়ার তিন দিন পর মুন্না খান (১৬) নামের এক মানসিক প্রতিবন্ধী কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন।
শুক্রবার (১০ সেপ্টেম্বর) উপজেলার জাঙ্গালিয়া গ্রামের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত মুন্না খান ওই গ্রামের প্রবাসী রবিউল ইসলামের ছেলে।
এলাকাবাসীসূত্রে জানা যায়, মুন্না প্রায় তিন দিন ধরে নিখোঁজ ছিলেন। তবে তিন ধরে নিখোঁজ থাকলেও থানায় কোন ডায়রি করা হয়নি। পরে শুক্রবার বাড়ির পাশের পুকুরে তার লাশ ভেসে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
এ ঘটনায় নিহত মুন্নার পরিবার কোন মামলা করতে আগ্রহী না থাকায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
দেলদুয়ার থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, “লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনালের হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় দেলদুয়ার থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।”
মতামত দিন