র্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে কৌশলে পালানোর চেষ্টা করে মহসিন
বাগেরহাটে দুই হাজার পিস ইয়াবাসহ মহসিন আলী (৪৯) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। মহসিন আলী যশোর জেলার কোতয়ালী থানার তেতুলীয়া(পূর্ব পাড়া) গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) চিতলমারী থানার চিংগুড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব ৬-এর অপারেশন কর্মকর্তা জানান, মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের গোপন তথ্য পেয়ে চিংগুড়ি গ্রামের দাড়িয়াবাড়ির কাছে জনৈক লিটন দাড়িয়ার ওয়ার্কশপের সামনে বাগেরহাট টু পাটগাতিগামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে র্যাব। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে কৌশলে পালানোর চেষ্টা করে মহসিন। তবে এসময় তাকে আটক করা হয়।
এ সময় তার দেহ তল্লাসী করে দুই হাজার ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে র্যাব। তবে বাগেরহাটের চিতলমারী উপজেলার জাহিদ ওরফে মাইকেল বিশ্বাস নামে আরেক মাদক পাচারকারী পালিয়ে যায়।
তিনি আরও জানান, গ্রেপ্তার মহসিন আলীর বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
মতামত দিন