যদিও দেশটির মাত্র ২০.১% মানুষ কোভিড -১৯ ভ্যাকসিনের দুই ডোজ পেয়েছেন
বাংলাদেশকে ২ লাখ ৭০ হাজার অ্যাস্ট্রাজেনেকার টিকা উপহার দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপের দেশ বুলগেরিয়া। সম্প্রতি এ সংক্রান্ত একটি চুক্তির খসড়া অনুমোদন দেওয়া হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির সরকারি তথ্য সেবা সংস্থা।
ইংরেজি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বুলগেরিয়া সরকারের বিবৃতিতে বলা হয়েছে, ১ সেপ্টেম্বর বুলগেরিয়া, অ্যাস্ট্রাজেনেকা এবং বাংলাদেশের মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তির খসড়া এবং দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তির খসড়ার অনুমোদন দেওয়া হয়েছিল। বুলগেরিয়া সরকার বেশ কয়েকটি দেশকে টিকা উপহার দেবে। এর মধ্যে বাংলাদেশকে ২ লাখ ৭০ হাজার অ্যাস্ট্রেজেনেকা টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।
ইউরোপিয়ান গণমাধ্যম দ্য সোফিয়া গ্লোব জানিয়েছে, ভ্যাকসিন বহনের খরচ বাংলাদেশ সরকার দেবে।
ইউরোপীয় সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল এর ভ্যাকসিন গ্রহণের প্রতিবেদন অনুযায়ী, ১ সেপ্টেম্বর পর্যন্ত, বুলগেরিয়ার মাত্র ২০.১% মানুষ দুই ডোজ কোভিড -১৯ ভ্যাকসিন পেয়েছে।
মতামত দিন