কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদকের জন্মদিন পালন এবং হলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) ছাত্রাবাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের সভাপতি অনুপম সাহা ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল হাসানের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রাবাসে এ ঘটনা ঘটে।
এসময় দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। আহতরা ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, “এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদকের জন্মদিন পালন এবং হলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই মূলত সংঘর্ষের সূত্রপাত হয়।”
মতামত দিন