বৃহস্পতিবার কুয়াকাটা সমুদ্র সৈকতে একটি ছয় ফুট দৈর্ঘ্যের মৃত ইরাবতী ডলফিন ভেসে আসে
পটুয়াখালী জেলার কুয়াকাটা সমুদ্র সৈকতে আবারও একটি মৃত ইরাবতী ডলফিন ভেসে এসেছে। এ নিয়ে গত দু’দিনে কুয়াকাটা সৈকত এলাকায় মোট তিনটি মৃত ডলফিন ভেসে এলো।
সর্বশেষ বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে সৈকতের জিরো পয়েন্ট সংলগ্ন সানসেট-পয়েন্ট এলাকায় ছয় ফুট দৈর্ঘ্যের মৃত ডলফিনটি দেখতে পান ট্যুর গাইড ফজলুর রহমান। পরে কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্যদের খবর দেন তিনি।
ফজলুর রহমান জানান, ট্যুরিস্ট নিয়ে লেম্বুরবন যাওয়ার পথে সৈকতে নামতেই মৃত ডলফিনটি চোখে পড়ে। সকালের জোয়ারে ডলফিনটি এখানে ভেসে এসে আটকে ছিল মৃত ডলফিনটি ।
এর আগে বুধবার (৮ সেপ্টেম্বর) সকাল ৮টায় ও দুপুর ১টায় কুয়াকাটা সমুদ্র সৈকতে ছয় ফুট ও চার ফুট লম্বা দুটি মৃত ডলফিন ভেসে আসে।
ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার বলেন, “দুই দিনে কুয়াকাটা সৈকতে তিনটি মৃত শুশুক ও ইরাবতী ডলফিন ভেসে আসলো। এগুলো আমাদেরকে আসলে ভালো বার্তা দিচ্ছে না। এটা নিয়ে আমরা বেশ উদ্বিগ্ন।”
ওর্য়াল্ডফিশ বাংলাদেশের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি জানান, কুয়াকাটা সৈকতের বুধবার (৮ সেপ্টেম্বর) যে ডলফিন দুটি ভেসে এসেছিলো সেগুলোর কলিজা, জিহ্বাসহ বেশকিছু নমুনা সংগ্রহ করে মাটি চাপা দেয়া হয়েছে। বৃহস্পতিবার যে ডলফিনটি এসেছে সেটির বিষয়ে বনবিভাগ ও মৎস্য বিভাগের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, “আমরা বনবিভাগের সঙ্গে কথা বলে ডলফিনটির কিছু নমুনা সংগ্রহ করে পরবর্তীতে মাটি চাপা দেওয়ার ব্যবস্থা করেছি।”
মতামত দিন