জঙ্গি আস্তানা থেকে নগদ পৌনে তিন লাখ টাকা, পিস্তল, গুলি, রাসায়নিক দ্রব্য, বেশ কিছু জিহাদি বই ও দেশীয় পদ্ধতিতে তৈরি বুলেট প্রুফ জ্যাকেট জব্দ করা হয়েছে
বসিলা এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন জেএমবির শীর্ষ নেতা এমদাদুল হক ওরফে উজ্জ্বল মাস্টারকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে বসিলায় অভিযান শেষ করে এ তথ্য জানান র্যাব সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব মধ্যরাত থেকে বসিলার জঙ্গি আস্তানায় অভিযান চালায়। অভিযানে বর্তমান সময়ে জেএমবির একজন শীর্ষ নেতাকে আটক করা হয়েছে। আটক জঙ্গির নাম এমদাদুল হক ওরফে উজ্জ্বল মাস্টার।
তিনি আরও বলেন, “জঙ্গি আস্তানা থেকে নগদ পৌনে তিন লাখ টাকা, পিস্তল, গুলি, রাসায়নিক দ্রব্য, বেশ কিছু জিহাদি বই ও দেশীয় পদ্ধতিতে তৈরি বুলেট প্রুফ জ্যাকেট জব্দ করা হয়েছে। অভিযানে আটক জঙ্গিকে র্যাব সদর দপ্তরে নেওয়া হয়েছে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”
মতামত দিন