এ নিয়ে গত এক বছরে ১৯টি মৃত ডলফিন ভেসে এসেছে সেখানে
কুয়াকাটা সমুদ্র সৈকতে ৫ ঘণ্টার ব্যবধানে ভেসে এসেছে দুট মৃত ডলফিন।
বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে সৈকতের জিরো পয়েন্ট সংলগ্ন মার্কেটের নিচে ডলফিনটি দেখতে পায় কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য সোহেল মাহমুদ।
ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জানান, মাত্র ৫ ঘণ্টার ব্যবধানে দু’টি মৃত ডলফিন কুয়াকাটা সৈকতে পাওয়া গেল। এ নিয়ে চলতি বছর মোট ১৯টি মৃত ডলফিন পাওয়া গেছে।
সোহেল মাহমুদ জানান, দুপুরে সৈকতে নামতেই মৃত ডলফিনটি চোখে পড়ে। দুপুরের জোয়ারের পানিতে ডলফিনটি ভেসে এসেছে বলে ধারণা করা হচ্ছে। ডলফিনটি দেখার পরেই কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটি ও সৈকত রক্ষায় কাজ করা ইকোফিশ-২ প্রকল্পের সদস্যদের খবর দেয়া হয়।
এর আগে বুধবার (৮ সেপ্টেম্বর) সকাল ৮টায় সৈকতের জিরো পয়েন্ট থেকে ৬ কিলোমিটার পূর্বে গঙ্গামতি তেত্তিশকানি সংলগ্ন সৈকতে একই প্রজাতির ৬ ফুট লম্বা আরেকটি মৃত ডলফিন দেখতে পান জুয়েল নামের ডলফিন রক্ষা কমিটির অন্য এক সদস্য।
পটুয়াখালী উপকূলীয় বন বিভাগের সহকারী বন সংরক্ষক তারিকুল ইসলাম জানান, গঙ্গামতি রেঞ্জ কর্মকর্তাকে মৃত ডলফিনটি সংরক্ষণ করতে বলা হয়েছে। পরে উপজেলা প্রশাসনের সঙ্গে কথা বলে ডলফিনটির ময়নাতদন্তের ব্যবস্থা করা হবে।
এ বিষয়ে ইউএসএআইডি/ওর্য়াল্ডফিশ বাংলাদেশের (ইকোফিশ-২) অ্যাক্টিভিটির সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি জানান, সৈকতের গঙ্গামতি পয়েন্টে পাওয়া মৃত ডলফিনটির ময়নাতদন্তের জন্য ডলফিনটির কলিজা, জিব্বাহসহ বেশ কিছু স্যাম্পেল সংগ্রহ করে মাটি চাপা দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, তবে ৫ ঘণ্টা পর দুপুরে যে ডলফিনটি পাওয়া গেছে, সেটি প্রায় পচে গিয়েছে।
কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জানান, আজকের ডলফিন দু’টি নিয়ে গত এক বছরে ১৯টি মৃত ডলফিন পাওয়া গেলো। ডলফিনের এমন মৃত্যুতে আমরা উদ্বিগ্ন। মৃত্যুর কারণ শনাক্ত করে এই মুহূর্তে ডলফিন রক্ষা করা আমাদের দায়িত্ব।
উল্লেখ্য, এর আগে সর্বশেষ ২ সেপ্টেম্বর ১২ ফুট লম্বা একটি মৃত ডলফিন পাওয়া যায়।
মতামত দিন