অস্ট্রেলিয়ার পর তাদের তাসমানিয়ান প্রতিবেশি নিউজিল্যান্ডের বিপক্ষেও প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতে নিলো বাংলাদেশ
অস্ট্রেলিয়ার পর তাদের তাসমানিয়ান প্রতিবেশী নিউজিল্যান্ডের বিপক্ষেও টি-টোয়েন্টি সিরিজ জিতে নিলো বাংলাদেশ। বুধবার (৮ সেপ্টেম্বর) ৫ ম্যাচ সিরিজের চতুর্থ ম্যাচে ৬ উইকেটের জয়ে কিউইদের বিপক্ষে প্রথমাবারের মতো ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের সিরিজ জয় নিশ্চিত করে টাইগাররা।
মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় আগের ম্যাচের থেকে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নামা নিউজিল্যান্ড। কিন্তু বাংলাদেশি বোলিং তোপের সামনে সুবিধা করতে পারেনি কিউই ব্যাটসম্যানরা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৯৩ রানে অলআউট হয় সফরকারীরা।
মুস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদ ৪টি করে উইকেট নেন। নিউজিল্যান্ডের পক্ষে উইল ইয়াং সর্বোচ্চ ৪৬ রান করেন। এছাড়া, অধিনায়ক-উইকেটরক্ষক টম ল্যাথাম ২১ ও ফিন অ্যালেন ১২ রান করেন। এই তিন জন ছাড়া আর কোনো কিউই ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে রান করতে পারেনি।
সিরিজ জয়ের জন্যে ৯৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে বিপদে পড়েছিলো বাংলাদেশও। দলীয় ৩২ রানের মাঝেই সাজঘরে ফেরেন লিটন দাস, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। কিন্তু অপরাজিত ৪৩ রান করে যোগ্য নেতার মত বাংলাদেশকে জয়ের বন্দরে ভেড়ানোর কাজ সারেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। এছাড়া, মোহাম্মদ নাইম করেন ২৯ রান। ম্যাচসেরা হন নাসুম আহমেদ।
৫ ম্যাচ সিরিজে ৩-১ ব্যাবধানে এগিয়ে যাওয়ায় সিরিজের বাকি ম্যাচটি এখন শুধুই আনুষ্ঠানিকতা। শুক্রবার (১০ সেপ্টেম্বর) একই ভেন্যুতে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে।
মতামত দিন