বর্তমান ও সাবেক দুই ইউপি সদস্যের (মেম্বার) সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে
ব্রাহ্মণবাড়িয়ায় ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে বর্তমান ও সাবেক দুই ইউপি সদস্যের (মেম্বার) সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
বুধবার (০৮ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের আলাকপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, কয়েকদিন আগে সাদেকপুর ইউনিয়ন পরিষদের সদস্য জয়নাল আবেদীনের ছোট ভাই মোসলেম উদ্দিন ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। ওই স্ট্যাটাসটি সাবেক ইউপি সদস্য আবদুল আলীর নজরে এলে ১ সেপ্টেম্বর মোসলেম উদ্দিনকে মারধর করে আবদুল আলীর সমর্থকরা।
এ ঘটনার জেরে বুধবার দুপুর দেড়টার দিকে উভয় পক্ষের লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় আধা ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জন আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী মাসুদ ইবনে আনোয়ার বলেন, “বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে কাউকে আটক করা হয়নি।”
মতামত দিন