মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর প্রমাণ্যচিত্রগুলো প্রদর্শনের নির্দেশ দিয়েছে
দীর্ঘদিন পর আগামী ১২ সেপ্টেম্বর থেকে দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম শুরু হবে। করোনাভাইরাস পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান প্রস্তুত করা এবং প্রতিষ্ঠানে শ্রেণি পাঠদান শুরুর পর যা যা করতে হবে তার নির্দেশনামূলক চারটি প্রমাণ্যচিত্র প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।
অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের মতো মাদ্রাসাতেও এই প্রমাণ্যচিত্রগুলো প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (৮ সেপ্টেম্বর) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর প্রমাণ্যচিত্রগুলো প্রদর্শনের এ নির্দেশ দিয়েছে।
নির্দেশনায় কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি মেনে মাদ্রাসায় শ্রেণি কার্যক্রম চালু করতে প্রস্তুতি নেওয়ার জন্য প্রামাণ্যচিত্র চারটি অনুসরণ করতে বলা হয় এবং প্রামাণ্য চিত্রগুলোর সহায়তা নিতে অনুরাধ করা হয়।
প্রমাণ্যচিত্রগুলোতে প্রতিষ্ঠান প্রধান, শিক্ষকমণ্ডলী, কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা পর্ষদের জন্য নির্দেশনা তুলে ধরা হয়েছে।
দেখনু একটি প্রামাণ্যচিত্র…
মতামত দিন