১৫-২০ জনের এক দল ডাকাত সব মিলিয়ে কয়েক কোটি টাকার স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে বলে দাবি দোকানদারদের
রাজধানী ঢাকার অদূরে সাভারের আশুলিয়ায় অস্ত্রের মুখে দোকান কর্মচারীদের জিম্মি করে একরাতে ১৯টি স্বর্ণের দোকান লুট করেছে ডাকাত সদস্যরা। রবিবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে আশুলিয়ার নয়ারহাট এলাকায় এ ঘটনা ঘটে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন-অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ডাকাতির শিকার হওয়া এক দোকান মালিক গৌরাংগ জানান, মধ্য রাত আনুমানিক দেড়টা থেকে দুইটার মধ্য তিনটি ইঞ্জিঞ্চালিত নৌকা প্রায় ৭০ থেকে ৮০ জন ডাকাত বাজারে প্রবেশ করে। এসময় তাদের হাতে বন্দুক, পিস্তল ও দেশীয় অস্ত্র ছিল। তারা বাজারের নিরাপত্তাকর্মীদের অস্ত্রের ভয় দেখিয়ে মারধর করে। ডাকাতদের ভয়ে তারা চিৎকারও করতে পারেনি। ডাকাতেরা ১৯টি দোকানের প্রায় দেড়শ’ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
ডাকাতির শিকার হওয়া দোকানদারদের দাবি, সব মিলিয়ে কয়েক কোটি টাকার স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে ডাকাতেরা। ১৫-২০ জনের এক দল ডাকাত এ ডাকাতিতে অংশগ্রহণ করে বলেও জানান তারা।
সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এডিশনাল এসপি) শাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।
আশুলিয়া থানার এসআই হারুন অর রশিদ স্থানীয়দের বরাত দিয়ে জানান, প্রতিদিনের মতো নিজ নিজ দোকানে তালা লাগিয়ে বাসায় চলে যান দোকান মালিকেরা। কয়েক দোকানের কর্মচারী দোকানেই থেকে যান এবং তারা দোকানেই ঘুমিয়ে পড়েন। গভীর রাতে একদল ডাকাত বংশী নদী দিয়ে নৌকাযোগে নয়ারহাট এলাকায় আসার পরে ওই এলাকার প্রায় ১৮-১৯টি স্বর্ণের দোকানে হানা দেয়। ডাকাতেরা বাজারের নিরাপত্তা কর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে দোকানের ভেতরে থাকা কর্মচারীদের ডেকে তুলে এবং দোকান খুলতে বলে। পরে তাদেরকে অস্ত্রের ভয় দেখিয়ে রশি দিয়ে বেঁধে স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। প্রায় দেড় থেকে দুই ঘন্টা লুটপাট করে নৌকায় করে বংশী নদী দিয়ে ডাকাতেরা চলে যায়।
মতামত দিন