গত ২৪ ঘণ্টায় আইসিইউতে থাকা অবস্থায় সর্বোচ্চ ৭ জনের মৃত্যু হয়
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় তারা মারা যান। তাদের মধ্যে ৩ জন পুরুষ ও ৭ জন নারী।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কোনো রোগী মারা যাননি। তবে এ ভাইরাসের উপসর্গ নিয়ে ১০ জন মারা গেছেন। এবং গত ২৪ ঘণ্টায় আইসিইউতে থাকা অবস্থায় সর্বোচ্চ ৭ জনের মৃত্যু হয়।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে আরও ৪৮১ জনের। এর মধ্যে ভাইরাসটি শনাক্ত হয়েছে ৮৫ জনের শরীরে।
এমাসে, কোভিড নেগেটিভ হওয়ার পরেও অন্যান্য শারীরিক জটিলতায় ৫ জনের মৃত্যু হয়েছে।
মতামত দিন