গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১৫ জন
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও একজন। সেপ্টেম্বর মাসের প্রথম পাঁচ দিনে ছয় জনের মৃত্যু হলো। এ নিয়ে এ বছরে এখন পর্যন্ত মারা গেছেন ৫২ জন।
রবিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের বিজ্ঞপ্তিতে এসব তথ্য দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩১৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ২৬২ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে, সেপ্টেম্বর মাসের প্রথম পাঁচ দিনে ১ হাজার ৪৬০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে এক হাজার ২৮০ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতেই আছে এক হাজার ১৩১ জন, আর বাকি ১৪৯ জন ঢাকার বাইরে অন্য বিভাগে।
মতামত দিন