গত ২৪ ঘণ্টায় কোভিড থেকে সুস্থ হয়েছেন ৫ হাজার ৬০ জন
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৭০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৬ হাজার ৫৬৩ জন। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন ২ হাজার ৪৩০ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১৫ লাখ ১৪ হাজার ৪৫৬ জন। মৃত ৭০ জনের মধ্যে পুরুষ ৪০ জন ও ৩০ জন নারী।
রবিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। আগের দিনের তুলনায় করোনায় মৃত্যু ও রোগী শনাক্ত বেড়েছে।
আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত্যু হয়েছিল ৬১ জনের। নতুন রোগী শনাক্ত হয়েছিল এক হাজার ৭৪৩ জন। এর আগে কোভিডে শুক্রবার ৭০, বৃহস্পতিবার ৮৮, বুধবার ৭৯, মঙ্গলবার ৮৬ ও সোমবার ৯৪ জনের মৃত্যু হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় কোভিড থেকে সুস্থ হয়েছেন ৫ হাজার ৬০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ৫১ হাজার ৬৩ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ২৫ হাজার ১৬৩ জনের। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৯.৬৬%। আগের দিন শনাক্তের হার ছিল ৯.৮২%।
মৃত ৭০ জনের মধ্যে বিশোর্ধ তিনজন, ত্রিশোর্ধ্ব চারজন, চল্লিশোর্ধ্ব সাতজন, পঞ্চাশোর্ধ্ব ১৪ জন, ষাটোর্ধ ২৮ জন, সত্তরোর্ধ্ব ১২ জন এবং আশির্ধ্ব দুইজন মারা যান।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৩১ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর চট্টগ্রাম বিভাগে ২০ জন মারা গেছেন। রাজশাহীতে ৩, খুলনা ৩, বরিশাল ২, সিলেট ৬ ও রংপুরে ৪ জন মারা গেছেন। এদের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ৫০ জন, বেসরকারি হাসপাতালে ১৮ জন এবং বাড়িতে ২ জন মারা যান।
মতামত দিন