গ্রেপ্তারকৃতদের কাছ থেকে জিহাদী বই, ল্যাপটপ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে
যশোরের চালকিডাঙ্গা উপজেলা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (৫ সেপ্টেম্বর) সকালে এ তথ্য জানায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এর আগে শনিবার তাদের গ্রেপ্তার করে হয় বলে জানিয়েছে র্যাব।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে- আব্দুল্লাহ আল গালিব, জাফর আহমেদ শিমুল, মোহাম্মদ শেখ ও নাজির হোসেন।
র্যাব-৬ এর পরিচালক লে কর্ণেল মোস্তাক আহমেদ জানান, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে জিহাদী বই, ল্যাপটপ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন র্যাব-৬ এর সিনিয়র সহকারী পরিচলক ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. বজলুর রশীদ।
মতামত দিন