নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এ ঘটনায় ছিনতাইকারীদের ছোঁড়া গুলিতে এক পথচারী আহত হয়
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় গুলি করে ফিল্মি স্টাইলে মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীর কাছে থেকে ২৫ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। এ সময় ছিনতাইকারীদের ছোঁড়া গুলিতে এক পথচারী আহত হয়।
শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুর ২ টার দিকে সানারপাড় পি ডি কে ফিলিং স্টেশনের সামনে থেকে এই ঘটনা ঘটে। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের প্রাথমিক ধারণা, ছিনতাইকারী চক্রটি ঢাকা থেকেই তাদের অনুসরণ করে সিদ্ধিরগঞ্জে এসে হামলা করে টাকা নিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১টার দিকে আড়াইহাজারের মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী জয়নাল আবেদীন ও তার চাচাত ভাই মেহেদী হাসান মোটরসাইকেল যোগে রাজধানীর মতিঝিল থেকে ডলার, রিঙ্গিটসহ বিদেশি বিভিন্ন মুদ্রা পরিবর্তন করে ২৫ লাখ টাকা নিয়ে আড়াইহাজার ফিরছিলো। এ সময় তারা সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় এসে পৌঁছালে ছিনকাইকারীদের মোটরসাইকেল মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীদের গতিরোধ করে। এ সময় বেশ কয়েক ফাঁকা গুলি ছুড়ে ফিল্মিস্টাইলে ২৫ লাখ টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়। এ সময় ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে দ্রুত মোটরসাইকেল করে ছিনতাইকারীরা পালিয়ে যায়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে। ছিনতাইকারী চক্রটিকে গ্রেফতার করতে পুলিশ কাজ শুরু করছে। গুলিবিদ্ধ পথচারীকে ঢাকায় পাঠানো হয়েছে। তার নাম পরিচয় পাওয়া যায়নি।
সকল ব্যবসায়ীদের বড় অংকের টাকা বহনের সময় পুলিশের সহায়তা নেয়ার জন্য আহবান জানান তিনি।
জেলা পুলিশ সুপার জায়েদুল আলম জানান, ভুক্তভোগীদের কাছ থেকে পাওয়া তথ্যানুসারে ছিনতাইকারী চক্রটিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
মতামত দিন