প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমজাদ হোসেন ওই গৃহবধুকে ধর্ষণের অভিযোগ স্বীকার করেছেন
বগুড়ার সারিয়াকান্দিতে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির স্ত্রীকে ধর্ষণের অভিযোগে আমজাদ হোসেন (৫০) নামে এক ইউনিয়ন পরিষদ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) মধ্য রাতে বগুড়া শহর থেকে আমজাদ হোসেনকে গ্রেপ্তার করে র্যাব-১২ বগুড়া স্পেশাল ক্যাম্পের সদস্যরা।
শনিবার (৪ সেপ্টেম্বর) বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাব।
র্যাব-১২ বগুড়া স্পেশাল কোম্পানীর কমান্ডার স্কোয়াড্রন লিডার সোহরাব হোসেন জানান, ইউপি সদস্য আমজাদ হোসেন বেশ কিছুদিন ধরেই ওই গৃহবধুকে নানা ভাবে উত্ত্যক্ত করে কু-প্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু ওই গৃহবধু তার প্রস্তাবে রাজি না হওয়ায় গত ৪ আগস্ট ভুক্তভোগীর ঘরে ঢুকে তাকে ধর্ষণ করেন অভিযুক্ত আমজাদ হোসেন।
এ ঘটনায় আমজাদ হোসেনের বিরুদ্ধে সারিয়াকান্দি থানায় একটি ধর্ষণ মামলা করেন ভুক্তভোগী গৃহবধু।
র্যাব সূত্রে জানা যায়, র্যাবের গোয়েন্দা দল মামলার পর থেকেই আমজাদ হোসেনকে গ্রেপ্তারের অভিযান চালাচ্ছিল। পরে শুক্রবার গোপন তথ্যের ভিত্তিতে শহরের কাঁঠালতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব সূত্রটি জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমজাদ হোসেন ওই গৃহবধুকে ধর্ষণের অভিযোগ স্বীকার করেছেন। তার বিরুদ্ধে এলাকাবাসীর আরও অনেক অভিযোগ রয়েছে।
এদিকে, শনিবার বিকেলে মামলার একমাত্র আসামি আমজাদ হোসেনকে আদালতে নেওয়া হলে শারীরিক অসুস্থতার কারণে তাকে বগুড়া জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
মতামত দিন