১২ বছরের উপরে এবং ১৮ বছরের কম বয়সীদের মডার্না বা ফাইজারের টিকা দেওয়া হবে বলে জানান তিনি
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সব কিছু ঠিক থাকলে আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসের মধ্যে দেশের ৮০% মানুষকে করোনাভাইরাসের টিকা দেওয়া হয়ে যাবে।
শনিবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর ফার্মগেটে তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন জাহিদ মালেক।
সর্বশেষ সাড়ে ১৬ কোটি টিকা ক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী জানান, টিকাপ্রাপ্তির উপর ভিত্তি করে দেশে আবারও গণটিকাদান কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “যারা প্রথম দফা গণটিকা কর্মসূচিতে টিকা নিয়েছেন তাদের জন্য দ্বিতীয় ডোজ সংরক্ষিত আছে। টিকাকেন্দ্র থেকে এসএমএস পেলেই তারা দ্বিতীয় ডোজও নিয়ে নিতে পারবেন।”
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ইতোমধ্যে চীন থেকে প্রতিমাসে ২ কোটি ডোজ করে আগামী তিনমাসে নতুন কেনা ৬ কোটি ডোজ টিকা আসছে। এছাড়া, বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আরও ১০ কোটি ৫০ লাখ ডোজ এবং ভ্যাকসিন অ্যালায়েন্স কোভ্যাক্স সুবিধার আওতায় আরও কিছু টিকা দেশে আসবে।
এদিকে, করোনাভাইরাস মহামারির কারণে ২০২০ সালের মার্চ থেকে বন্ধ থাকার পর আগামী ১২ সেপ্টেম্বর থেকে চালু করা হচ্ছে দেশের সব স্কুল-কলেজ।
আগামীকাল রবিবার (৫ সেপ্টেম্বর) আন্তঃমন্ত্রণালয়ের এক বৈঠকে শ্রেণিকক্ষে কীভাবে শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিত করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।
বৈঠকে শিক্ষার্থীদের টিকা দেওয়ার বিষয়েও বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে উল্লেখ করে তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী ১২ বছরের উপরে এবং ১৮ বছরের কম বয়সীদের মডার্না বা ফাইজারের টিকা দেওয়া হবে।
মতামত দিন