জাতীয় সংসদে এমনই এক প্রস্তাব উত্থাপন করেন এক সংসদ সদস্য
“চাকরিজীবী ছেলে-মেয়ে একে অপরকে বিয়ে করতে পারবেন না”, বেকারত্ব রোধে এমন বিধান রেখে সংসদে নতুন আইন প্রণয়নের প্রস্তাব দিয়েছেন বগুড়া-৭ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রেজাউল করিম বাবলু।
বুধবার (৪ সেপ্টেম্বর) জাতীয় সংসদে এ প্রস্তাব উত্থাপন করেন তিনি।
দৈনিক সমকালের এক প্রতিবেদনে বলা হয়েছে, বেকারত্ব কমানো ও গৃহকর্মীদের দ্বারা শিশু নির্যাতন বন্ধে এমন প্রস্তাব দেন তিনি।
রেজাউল করিম বাবলু বলেন, “করোনাভাইরাসের কারণে চার কোটি জনগোষ্ঠী বেকার হয়েছে। দেশে প্রচলিত সামাজিক রেওয়াজ আছে। চাকরিজীবী কোনো পুরুষ চাকরিজীবী নারীকে বিয়ে করতে চান। আবার চাকরিজীবী নারীও একজন চাকরিজীবী পুরুষকে বিয়ে করতে চান। এতে কিন্তু বেকার সমস্যার সমাধান হয় না।”
প্রতিবেদনটিতে তার বরাতে আরও বলা হয়েছে, “এখানে আইনমন্ত্রী আছেন উনাকে নিবেদন করব, এমন একটি আইন উনি সুবিধাজনকভাবে করবেন যেন কোনো চাকরিজীবী নারী কোনো চাকরিজীবী পুরুষকে বিয়ে করতে না পারেন। তাহলে আমাদের বেকার সমস্যাটা অনেক পরিমাণে লাঘব হবে। এই প্রস্তাবটি আমলে নিয়ে চার কোটি বেকারের কিছুটা হলেও লাঘব হবে।”
চাকুরিজীবী দম্পতির শিশু সন্তানরা গৃহকর্মীদের দ্বারা দারুণভাবে নির্যাতিত হয় বলেও এ প্রস্তাব উত্থাপন করেন তিনি।
যদিও এ ধরনের আইনকে “অসাংবিধানিক” বলে উল্লেখ করেছেন আইনমন্ত্রী। তিনি বলেন, “বাক স্বাধীনতার সুযোগ নিয়ে যা কিছু তাই বলা যেতে পারে। কিন্তু জনপ্রতিনিধি হিসেবে আমি যা খুশি তাই গ্রহণ করতে পারব না।’
মতামত দিন